৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে আটক করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি চাল মজুদ ও বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদনবীর তত্ত্বাবধানে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন, ‘সরকারি চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। জব্দ করা চাল স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের প্রস্তুতি চলছে।’