বনভোজনের খাবার খেয়ে কয়েকশ পোশাক শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ইপিক গ্রুপের একটি পোশাক কারখানার বার্ষিক বনভোজনের অনুষ্ঠানে খাবার খেয়ে কয়েকশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বেশির ভাগ শ্রমিকই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদের বমি ও পাতলা পায়খানা হয়েছে। অসুস্থ শ্রমিকদের সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনভর অনুষ্ঠান শেষে সন্ধ্যা থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
ইপিক গ্রুপের ওই প্রতিষ্ঠানের শ্রমিক ঝুমা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক বনভোজন ছিল। অনুষ্ঠানে কয়েক হাজার শ্রমিক যোগ দেয়। দুপুর থেকে আমাদের খাবার দেওয়া হয়। বাসায় এনে ওই খাবার খাওয়ার কিছু সময় পর আমার শিশুপুত্র বমি করতে থাকে। কয়েকবার বমি করার পর ছেলে অসুস্থ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে জানতে পারি, শত শত শ্রমিক অসুস্থ হয়ে গেছে এই খাবার খেয়ে।’
ইপিক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, ‘ঢাকার মোহাম্মদপুর এলাকার এক প্রতিষ্ঠান থেকে খাবারগুলো আনা হয়েছে। এই খাবার খেয়ে আমি এবং আমার ছেলেও অসুস্থ হয়ে হাসপাতালে এসেছি। অনুষ্ঠানে ৯ থেকে ১০ হাজার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে অর্ধেকই অসুস্থ হয়ে পড়েছে।’
যারা খাবার সরবরাহ করেছে, তাদের কোনো ত্রুটি থাকতে পারে বলে ধারণা করছেন ইমরান হোসেন।
স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ডা. তারিকুল ইসলাম বলেন, ‘ফুড পয়জনিং (খাদ্য বিষক্রিয়া) থেকে সমস্যাটা হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত আমাদের এখানে শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে।’