দেশের আর্টিফিসিয়াল দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে : শামীম ওসমান
নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমাদের দেশে আর্টিফিসিয়াল একটা খাদ্য সংকটের চেষ্টা করা হচ্ছে। আর্টিফিসিয়াল একটি দুর্ভিক্ষ করার চেষ্টা করা হচ্ছে।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পুলিশ সুপার (অ্যাডমিন) আমির খসরু, জেলা শিক্ষা কর্মকর্তা প্রমুখ।
সংসদ সদস্য বলেন, যার যত বেশি আছে, সে তত বেশি খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগে না, তাদের অন্য জায়গায় সেটাপ আছে। তাই একটু স্লো আগাতে হবে। তাই মেইনলি অর্থ ছাড়টা খাদ্যের উপর এবং তেলের ওপর ফোকাস করছে সরকার।
ড. ইউনূসকে ইঙ্গিত করে, শামীম ওসমান বলেন, শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। ডক্টর ইউনুস কে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে এবং বাংলাদেশের যত লুটপাট, যত ষড়যন্ত্র যত, দেশ বেচা গরিব ও অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোক। লেখাপড়া করে ডক্টরেট করে শ্রমিকের টাকা মেরে দেয়। পৃথিবীর মধ্যে নামকরা ডক্টরেট।
শামীম ওসমান আরও বলেন, ঘাতকরা তো শুধু বঙ্গবন্ধুকে মারেনি, ওরা আমাদের যৌবন, কৈশোরকে মেরেছে। আমাদের জাপানের মতো একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, আমাদের মাটির তলে গ্যাস, আমাদের ম্যানপাওয়ার সবটাই ছিল। আমাদের বঙ্গবন্ধু সেই জায়গায় দেশটিকে নিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার আল্লাহর কি রহমত, শেখ হাসিনা ফিরে আসছেন। স্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছিল, উনি স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। এ সময় শামীম ওসমান সব শিক্ষককে ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে তৈরি করার আহ্বান জানান।
এদিকে অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে নগরীর হকাররা শামীম ওসমানকে ঘিরে ধরে। হকাররা ফুটপাতে বুসতে পারবে কি না, এমন কথা জানতে চান শামীম ওসমানের কাছে।
এ সময় শামীম ওসমান জানান, একটি হকার যদি বসতে পারে সব হকার বসতে পারবে। অন্যথায় কোনো হকার বসতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তাদের।