ইবিতে লোকপ্রশাসন বিভাগের পুনর্মিলনী, উৎসবে মেতেছিলেন সাবেক শিক্ষার্থীরা
দীর্ঘ ৩৩ বছর পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে প্রাণের ক্যাম্পাসে পরিবার নিয়ে উৎসবে মেতে উঠেন ৩৩টি ব্যাচের সাবেক ৯০০ শিক্ষার্থী। আজ শনিাবর সকাল ১০টায় বিভাগীয় ভবনের সামনে থেকে ব্যান্ড পার্টি, ঢোল, ডুগডুগিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা রঙের সাজসজ্জায় পুনর্মিলনীর আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় সাবেক শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রশাসন ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা মূল মিলনায়তনে আসেন।
অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইবির উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং পুনর্মিলনী কমিটির আহ্বায়ক লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. লুৎফর রহমান।
পুনর্মলনী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। এ উপলক্ষে বিভিন্ন স্টল বসেছিল। প্রাণের ক্যাম্পাসে পুরোনো প্রিয় বন্ধু-সহাপাঠী ও সতীর্থদের সাথে উৎসবে মেতেছিলেন সাবেক শিক্ষার্থীরা।
আয়োজকদের ধন্যবাদ দিয়ে তারা আগামীতেও এমন অনুষ্ঠান আয়োজনের দাবি করেন। শিক্ষকরাও বিশেষ করে নবীন শিক্ষার্থীদের জন্য আনন্দময় এই আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।