কিশোরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/16/kishoreganj_bnp_program_picture.jpg)
কিশোরগঞ্জ শহরের বগাদিয়া শাহি মসজিদে বিএনপির নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ছবি : এনটিভি
বিএনপির চলমান আন্দোলনে সরকারের নির্যাতন, কারাগারে নিহত নেতাকর্মীসহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জেলা শহরের বগাদিয়া শাহি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
দোয়া মাহফিলে আরও ইপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য নেতা-কর্মীরা।