মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়ির জানালা কেটে স্বর্ণালংকার-অর্থ লুট
মুন্সীগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটা থেকে ৪টার মধ্যে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় সৌদি আরব প্রবাসী সুজন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় ২০ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা মূল্যের আসবাপত্র ও নগদ অর্থ লুট করার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ লুটপাটের ঘটনা ঘটাতে পারে বলে দাবি তাদের।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়িতে কেউ ছিল না। ভোররাতে প্রতিবেশিদের কাছ থেকে খবর পান তাদের কিছু লোক মিলে জানালা কেটে লুটপাট চালাচ্ছে। সকালে এসে দেখেন ঘরে থাকা সিন্দুক ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ বেশ কিছু আসবাবপত্র নিয়ে গেছে।
তাদের দাবি, এলাকায় আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে মেজবাহউদ্দিন খান ওরফে ম্যাগনেটের সাথে সুজনের পরিবারের বিরোধ ছিল। গেল জানুয়ারিতে সুজনের পক্ষের মিরাজের বিয়ের অনুষ্ঠানে ঢুকে লুট চালায় ম্যাগনেটের লোকজন। এ ঘটনায় মামলার সাক্ষী হন প্রবাসী সুজনের স্ত্রী। এনিয়ে বিরোধ চলছিল তাদের। শনিবার দিনগত রাতে নির্জন বাড়ি থাকায় তারা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় বিচারের দাবি জানান তারা।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও মেজবাহউদ্দিন খান ওরফে ম্যাগনেট পক্ষের কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়বীর জানান, ঘটনা শুনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে জড়িত যিনিই থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।