ঢাকায় দুই জজ আদালতে নতুন বিচারক নিয়োগ
ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতে নতুন দুই বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা দায়রা জজ আদালতে হেলাল উদ্দিন ও মহানগর দায়রা জজ আদালতে মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়।
জানা যায়, বদলির পূর্বে হেলাল উদ্দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ময়মনসিংহ জেলা জজ হিসেবে তিনি কর্মরত ছিলেন। হেলাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএম সম্পন্ন করে ১৩ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়ারিতে প্রবেশ করেন। এ সময়ে তিনি প্রধান বিচারপতির আওয়াড অর্জন করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ।
অপরদিকে, মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৮তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়ারিতে প্রবেশ করেন। এর আগে তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।
সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ও জেলা দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া অবসরে যান। এরপর এই নিয়োগ এলো।