৮২৬ বিচারকের পদোন্নতি ও পদায়ন
ছবি : বাসস
জেলা জজ, অতিরিক্তি জেলা জজ ও যুগ্ম জেলা জজ হিসেবে তিনটি পদে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করেছে সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জনকে পদোন্নতি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক