বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো শোকবার্তায় বলা হয়, তিনি আগুনে পুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আগুনের ঘটনায় আহত অবস্থায় অনেককে উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২২ জন গুরুতর দগ্ধ হয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এ ছাড়া ১৫ জন নারীসহ ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনের এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।