বেইলি রোড ট্রাজেডিতে প্রাণ হারালেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী
সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী আর নেই। বেইলি রোডের ট্রাজেডিতে মারা গেছেন তিনি। অভিশ্রুতি অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সদস্য ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। তিনি ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ শুক্রবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অভিশ্রুতির সহকর্মী ও বন্ধুরা তার মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, ওই ভবনের একটি রেস্টুরেন্টে তিনি তার এক বন্ধুর সঙ্গে ছিলেন। গতকাল রাত থেকে তার ফোন বন্ধ ছিল এবং আমরা তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, তাদের মর্গে এক হিন্দু নারীর মরদেহ আছে।
রব্বানী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের হাতে থাকা লালসুতো (মৌলিসুতো) দেখে অভিশ্রুতিকে শনাক্ত করি। তিনি জানান, অভিশ্রুতির পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। কারণ আমাদের কাছে থাকা তার পরিবারের একমাত্র নম্বরটি বন্ধ রয়েছে।
গোলাম রব্বানী আরও বলেন, ইডেন মহিলা কলেজের রাজিয়া হল শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিশ্রুতি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
এদিকে অভিশ্রুতির মৃত্যুতে শোক জানিয়েছেন জানিপপ চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এক শোকবার্তায় তিনি রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ' ভবনে অগ্নি দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।