কারামুক্ত বিএনপিনেতা আমিনুল হকের বাসভবনে মঈন খান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/05/aabdul_min_khaan.jpg)
সদ্য কারামুক্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : এনটিভি
সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বাসভবনে গিয়ে অভিবাদন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে তিনি রাজধানীর পল্লবীর ডি/২০৩ ইস্টার্ন হাউজিংয়ে আমিনুল হকের বাসায় আসেন। এসময় আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় পল্লবী ও রূপনগর থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনমাস ৬ দিন কারাভোগের পর ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক। এসময় দুদফায় ১১ দিন রিমান্ডে ছিলেন তিনি।