মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে খোদাহাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ফ্যাক্টরিতে থাকা চার শ্রমিক দগ্ধ হন।
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান দগ্ধ শ্রমিকরা।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরে জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় চারজন দগ্ধ হয়ে আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) অপর জনের নাম অজ্ঞাত। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনার পর পরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ এখন জানাতে পারেনি ফায়ার সার্ভিস।