দায়রা আদালতে জামিন চাইলেন ব্যারিস্টার কাজল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনা কেন্দ্র করে হট্টগোল ও মারামারির মামলায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। এ বিষয়ে জামিন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আসশাসম জগলুল হোসেন এই আদেশ দেন।
ব্যারিস্টার কাজলের আইনজীবী আব্দুস সালাম এনটিভি অনলাইনকে বলেন, গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ব্যারিস্টার কাজলের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ১২ দিন পরে শুনানির তারিখ দেন। কিন্তু আজ পুনরায় আবেদন করার পরে বিচারক আগামী ১৮ মার্চ জামিন শুনানির দিন নির্ধারণ করেন।
এদিন আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ব্যারিস্টার কাজলকে কারাগারে রাখার আবেদন করেন। এদিন তাকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এর আগে গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।
মামলায় আসামিদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্পাদক পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও রয়েছেন।