অভিযানের পর কমল তরমুজের দাম!
ফরিদপুরে ৪০০ টাকায় তরমুজ কিনে চলছিল ৮০০ থেকে সাড়ে ৮০০ টাকায় বিক্রি। পরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে শহরের থানা রোড ও চকবাজারের ফলপট্টিতে এই অভিযানে ১৫০ থেকে ৩০০ টাকা কমে আসে তরমুজের দাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তরমুজের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ ব্যবসায়ী আব্দুল্লাহ সিকদারকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। গোয়ালচামট র্যাফেলস ইন মোড়ে পাইকারি খেজুর ব্যবসায়ী মেসার্স হাবিব ফল ভাণ্ডারকে হালনাগাদ মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি না করেন, সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।