দিনাজপুরে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১৮ মার্চ) জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ফুলবাড়ী থানা পুলিশের করা গত বছরের এক নাশকতা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন বিএনপি এই নেতাকর্মীরা। উচ্চ আদালতের জামিনের সময় শেষ হলে আজ নিম্ন আদালতে জামিন নিতে আসেন তাঁরা। জেলা ও দায়রা জজ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাওলানা নাবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার, সদস্য সচিব আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেব ইসলাম, শিবনগর ইউপি যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া।
এদিকে কারগারে পাঠানো নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।