ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগনেতাসহ গ্রেপ্তার ৪, চার লাখ টাকা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীকে পিটিয়ে পাঁচ লাখ ছিনতাইয়ের ঘটনায় ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মিয়া (২০) ও তাঁর ভাই সাদির মিয়াসহ (২৪) চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ মার্চ) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্র জানান।
এ ঘটনায় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সাব্বির ও সাদির বাড়ি পৌর শহরের চণ্ডীবের দক্ষিণপাড়া এলাকায়। অন্য দুজন হলেন, একই এলাকার সালাম মিয়ার ছেলে সোহাগ এবং মনির মিয়ার ছেলে আরিয়ান।
ওসি জানান, গত রোববার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলযোগে ব্যাগে করে পাঁচ লাখ টাকা নিয়ে ভৈরব বাজার থেকে নিজবাড়ি শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে চণ্ডীবের সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারী সোহাগ মিয়ার নেতৃত্বে চারজন দুটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করেন। পরে পিটিয়ে পাঁচ লাখ টাকাসহ ২১ হাজার টাকা মূল্যের একটি মোবাইলসেট ছিনিয়ে নেন।
এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল মঙ্গলবার থানায় মামলা করলে তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে চণ্ডীবের পুরাতন ফেরিঘাটের মির্জা চত্বর এলাকা থেকে প্রথমে সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সাব্বির ও সাদিরকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও সাড়ে তিন লাখ টাকা। এরপর ৪০ হাজার টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় আরিয়ানকে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আসামি সোহাগ মিয়াকে কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভৈরব পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত জানান, তার সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাব্বিরের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন। দলীয় ফোরামে আলোচনা করে তাঁর বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।