আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়তে পারে : ফায়ার সার্ভিস
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা যে ভবনটির গুদামে আগুন লেগেছে, সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
আজ শুক্রবার (২২ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চার তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিস সেখানে কাপড়ের গোডাউন রয়েছে জানালেও পরে জানিয়েছে ক্রীড়া সামগ্রীর গোডাউনের কথা। সেখানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।
আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি, ভবনের কাঠামোগত যে শক্তি থাকার কথা, সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’
রাতভর চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ হিসেবে রেজাউল করিম বলেন, ‘আশপাশে পানির উৎস নেই। এ ছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, এতে ওয়াটার রিজার্ভারও নেই।’
নৌবাহিনী ও পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, দমকলকর্মীরা এখন আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।