ফয়সাল হত্যাকাণ্ডে জড়িতরা নজরদারিতে : র্যাব
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ফয়সাল হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জড়িতরা র্যাবের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
কমান্ডার মঈন বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৬ মার্চ রাতে রাব্বি গ্রুপের সদস্যরা ফয়সালকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যান। ওই ঘটনায় রাসেল নামে আরও একজন আহত হন।
এ ঘটনায় নিহতের বাবা বাদ হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলেও জানান খন্দকার আল মঈন।
হামলার ঘটনায় পল্লবী এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য রাব্বি ওরফে গালকাটা রাব্বিসহ বেশ কয়েকজন জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র্যাব।
শনিবার রাতে পল্লবীর ১২ নম্বর সেকশনের ১৩ নম্বর রোডের ‘সি’ ব্লকে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আরেক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফয়সাল ও রাসেল। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।