শহীদ তাজউদ্দিন পার্ক উদ্ধারে পবার দাবি
রাজধানীর গুলশানে সর্বসাধারণের জন্য উম্মুক্ত শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কটি দিন দিন দখলদারদের কবলে চলে যাচ্ছে। এ অবস্থায় পার্কটিকে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) পবার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহচর শহীদ তাজউদ্দিন আহমেদের নামে গুলশানে সর্বসাধারণের জন্য একটি পার্ক রয়েছে। পরিবেশ সংরক্ষণ, সাধারণ মানুষের বিনোদন, শরীরচর্চা, বৃষ্টির পানি ধারণ ও অপসারনের কথা বিবেচনা করে উম্মুক্ত জায়গা হিসেবে এ পার্কটি রাখা হয়েছে।
কিন্তু গুলশান-২ এ অবস্থিত সরকারি মালিকানাধীন এ পার্ক ও মাঠে ‘গুলশান ইয়ুথ ক্লাব’ নামের একটি প্রতিষ্ঠান নানা ধরনের অবকাঠামো নির্মাণ করেছে। মাঠটিকে তারের উঁচু বেড়া দিয়ে তারা দখল করে নিয়েছে। এটি আর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।
দখলদাররা ক্রীড়া কোচিং ও অন্যান্য নানা কাজে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে মাঠটিকে ভাড়া দিচ্ছে। এটি একটি কমিউনিটির মাঠ হলেও গুলশান ইয়ুথ ক্লাব বাণিজ্যিক উদ্দেশ্যে মাঠটি ব্যবহারের কারণে শিশু কিশোরসহ অন্যরা এখানে খেলাধুলা করতে পারছে না। পার্ক ও মাঠের সব প্রবেশ পথে পাহারা বসিয়ে দখলদাররা এতে প্রবেশ নিয়ন্ত্রণ করছে।
এখন শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কটির উম্মুক্ত স্থান দখল করে তারা ফুটবলের টার্ফ বানাচ্ছে। বৃষ্টির পানি শোষণের জন্য রাখা উম্মুক্ত স্থানটি ঢালাই দিয়ে বন্ধ করে দিয়েছে। এভাবে পার্কের ঘাসে ঢাকা সবুজ চত্ত্বর ধংস করাসহ ভাড়া বা ইজারা দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে, যা সুস্পষ্টভাবে আইন পরিপন্থী।
কোন ক্ষমতা বলে প্রতিষ্ঠানটি মাঠে এ ধরনের অবকাঠামো নির্মাণ করছে তা খতিয়ে দেখা দরকার। উম্মুক্ত মাঠে এ ধরনের অবকাঠামো নির্মাণ মাঠ, পার্ক জলাধার রক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও বিজ্ঞপ্তিতে জানায় পবা।
এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরশন (ডিএনসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনকে মাঠ ও পার্কটি রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন।