ঈদের দিন কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকার পর আজ থেকে আবারও বেড়েছে তাপমাত্রা। মধ্যপ্রাচ্যে আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার ওপর নির্ভরশীল বাংলাদেশে ঈদ সম্ভাব্য আগামী ১১ এপ্রিল হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশে আগামী দুইদিন কেমন যাবে তাপমাত্রা তার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে জানা যায়, আজ মঙ্গলবার (৯ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা বৃদ্ধি পেতে পারে।
আগামীকাল ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদের দিন ১০ বা ১১ এপ্রিল (চাঁদ দেখার ওপর) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।
আগামীকাল ১০ এপ্রিল আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া সম্ভাব্য ঈদের দিন ১১ এপ্রিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।