বান্দরবানে আটক ৪৯ কেএনএফ সদস্য কারাগারে
বান্দরবানে কেএনএফের সঙ্গে জড়িত সন্দেহে আটক ৪৯ জন নারী-পুরুষকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট নাজমুল হোসাইন তাঁদের জেলহাজতে পাঠান।
আজ বিকেলে কোর্ট পুলিশের পরিদর্শক পায়েল বড়ুয়া এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা থেকে নতুন করে আটক ৪৯ জনকে সন্ধ্যা ৭টায় সদর থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে পাঠানো হয়।
গতকাল সোমবার ১৮ নারীসহ ৪৯ কেএনএফ সদস্যকে আটক করে পুলিশ। গতকাল পর্যন্ত যৌথ বাহিনীর হাতে আটকের সংখ্যা দাঁড়ায় ৫৬ জন। তাদের মধ্যে দুজনকে কেএনএফ তাণ্ডবের মামলায় আগেই জেলহাজতে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা-থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাণ্ডবের ঘটনায় রুমা-থানচিতে আটটি মামলা হয়েছে। তাণ্ডবের ঘটনায় জড়িতদের ধরতে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী-র্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।
গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। তারমধ্যে রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা হয়।