মায়েদের সঙ্গে কারাগারে গেলে চার শিশুও
বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ লুটের মামলায় গ্রেপ্তার তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদের সঙ্গে দুগ্ধ পোষ্যসহ চার শিশুকেও যেতে হয়েছে জেলহাজতে। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্ত আসামিদের শিশু সন্তানরা হলো লাল রুয়াত ফেল বমের শিশু মেয়ে ইউনিক ত্রিপুরা (৩), লাল এংকল বমের দেড় মাস বয়সী শিশু স্টিফেন বম, কন্যা সন্তান ফেলিনা বম (৩), শিশু সন্তান লাল থার সাং বম (৪)।
আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের তথ্যমতে, গত ২ এপ্রিল রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ তান্ডব চালিয়ে রুমা সোনালী ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কেএনএফের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে গত২১ এপ্রিল রুমা উপজেলার ইডেনরোডের গির্জাপাড়া এলাকা থেকে সুশান্ত ত্রিপুরার স্ত্রী লাল রুয়াত ফেল বম (২০), লালচয় সাং বমের স্ত্রী লাল এংকল বম (২৬) ও লালথন লিয়ান বমের মেয়ে লাল নুন পুই বমকে (১৮) গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তাঁদের চার শিশু সন্তানকেও যেতে হলো কারাগারে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, অবোঝ শিশুদের যেহেতু তাদের মায়ের থেকে আলাদা করা বা অন্য কারো জিম্মায় রাখা যাচ্ছে না। তাই মায়ের সঙ্গে শিশুদেরও কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবান জেল সুপার মো. জান্নাতউল ফরহাদ জানান, মায়েদের সঙ্গে আজ চারজনসহ মোট পাঁচ শিশু তাদের মায়ের সঙ্গে বান্দরবান কারাগারে রয়েছে।
এ ছাড়া কারাগারে যে শিশুরা মায়ের সঙ্গে রয়েছে তাদের জন্য চিকিৎসকের পরামর্শে আলাদা খাবার ও ডে-কেয়ারের বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্ধারিত সীমানার মধ্যে শিশুরা তাদের মায়েদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবে।