রুমার সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপককে চট্টগ্রামে বদলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/19/sonaalii_byaanker_baandrbaaner_rumaa_shaakhaar_myaanejaar_nejaam_uddiin.jpg)
সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে চট্টগ্রামের কর্ণফুলীতে বদলি করা হয়েছে। ঐ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা (ক্যাশ) নারায়ণ দাশকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাতে অপহরণের শিকার হয়েছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীন।
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রীতি কুসুম চাকমা স্বাক্ষরিত এক নোটিশে এ পদায়ন করা হয়।
গত ২ এপ্রিল রুমা উপজেলা সোনালী ব্যাংকে ডাকাতির সময়ে ভল্টের চাবি না দেওয়ায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। দুদিন পর রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বান্দরবান জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওসমান গণি বলেন, ‘নিরাপত্তার কথা বিবোচনা করে রুমা শাখা থেকে ম্যানেজার নেজাম উদ্দীনকে চট্টগ্রামের কর্ণফুলী শাখার ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে। একই অফিস আদেশে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার আরও কয়েকজনকে রুটিন বদলি করা হয়েছে।’