ভোটাররা এবার শুধু ভোট দেবেন না, পাহারাও দেবেন : সুজাউদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০০ নং আসনের (বান্দরবান) শাপলা কলি প্রার্থী এস এম সুজাউদ্দীন বলেছেন, বান্দরবানের এমন ভোটারও আছেন যারা কখনোই ভোটকেন্দ্রে যাননি। তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার সেটি জনগণ হতে দেবে না। এবার জনগণ শুধু ভোট দেবেনই না বরং হ্যাঁ ভোটকে জয়ী করতে পাহারাও দেবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এস এম সুজাউদ্দীন বলেন, কয়েকটি উপজেলার গণমানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তাদের কথা শুনেছি। আমাদের সংগঠন এখন অনেক সুসংগঠিত এবং নির্বাচনের জন্য পরিশ্রম করে যাচ্ছে। জনগণও আমাদের সমর্থন দিচ্ছে। আগামী নির্বাচনে শুধু বিপুল ভোটে জয় নয়, একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি হবে।
এস এম সুজাউদ্দীন আরও বলেন, কোনো দলের প্রতিদ্বন্দ্বীকে প্রতিপক্ষ বলে মনে করি না। নির্বাচনের দিন ঘনিয়ে আসতে আসতে সব কিছু পরিষ্কার হবে এবং দুর্গম এলাকায় নিরাপত্তার অভাববোধ করিনি। কারণ ভালোবাসা থাকলে ভয়টা থাকে না।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান