শিক্ষার্থীর আত্মহত্যা : স্বামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ঢাকা উদ্যান সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নীপা বেগমকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় স্বামী রায়হানুল হক মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেরা খানম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ সব তথ্য জানান।
নথি থেকে জানা গেছে, প্রেমের সম্পর্কের ভিত্তিতে প্রায় ৯ মাস আগে নীপার সঙ্গে মুগ্ধর বিবাহ হয়। বিয়ের পর থেকেই মুগ্ধ ও তার পরিবারের সঙ্গে আদাবরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসায় থাকতেন নীপা। বিয়ের পর থেকেই মুগ্ধ ও তার পরিবারের লোকজন নীপাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন নীপার বাবা। গত ৭ এপ্রিল বিকালে মুগ্ধর আত্মীয় জহিরুল ইসলাম নান্টু নীপার বাবা হেলাল উদ্দিনকে ফোনে জানান, ৬ এপ্রিল বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে।
নীপার পরিবারের অভিযোগ, মুগ্ধ ও তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক অত্যাচার সইতে না পেরে নীপা আত্মহত্যা করে। এ ঘটনায় ৮ এপ্রিল আদাবর থানায় মুগ্ধ, তার বাবা জহিরুল হক, মা মাহমুদা খানম ডলি, তানজিলা হক মীম ও জহিরুল হক নান্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন নীপার বাবা।