চাঁদপুরে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোর কান্না
চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় ওলামা মাশায়েখদের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে অঝোরে কান্না করেন মুসল্লিরা।
নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি করেন দারুস সালাম মসজিদের খতিব সোহাইল আহমেদ চিশতি।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ফেলে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।
নামাজে অংশ নেওয়া জাকির হোসেন ও ফরহাদ বলেন, ‘চাঁদপুরে অনেক দিন ধরে বৃষ্টি নেই। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছি। এজন্য আজকে ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’
চাঁদপুর শহরের মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান বলেন, ‘যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইস্তিসকা বলে। ইস্তিসকার মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা নামাজ আদায়ের সময় ঠাণ্ডা বাতাস অনুভব করেছি। আমরা দোয়া করেছি যেন, আল্লাহ আমাদের কবুল করে নিয়ে বৃষ্টি দেন।’