বাচ্চাদেরও আগুনে পুড়িয়ে মারতে চাচ্ছে সরকার : রিজভী
শনিবার স্কুল খোলার বিষয়ে সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাস্তাঘাট এত উত্তপ্ত যে মানুষ কম বের হচ্ছে। এর মধ্যেই স্কুল-কলেজ শনিবারেও খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, ওই বাচ্চা-কিশোরদেরও সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে।
রাজধানী ফকিরাপুল বাজারে আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান আমলেও গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম। অথচ এই সরকার রমজান মাস একটি ইবাদতের মাস সেই মাসেও ১৫ দিন স্কুল খোলা রেখেছিল। যেখানে স্কুল সপ্তাহে দুদিন বন্ধ তার মধ্যে শনিবারে খোলা রেখে বাচ্চাদের তপ্ত দ্রহে, যেখানে সারা বাংলাদেশ অগ্নিবর্ণ হয়ে উঠেছে, সেই আগুন রাঙা বাংলাদেশের মধ্যে এই বাচ্চাদের ঠেলে দেওয়া হচ্ছে। একটা গণদুশমন সরকার না হলে এটা করত না। একটা গণবিরোধী সরকার না হলে এই নীতি গ্রহণ করত না।
বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে নদী খাল বিল দিয়ে ভরা। কিন্তু সেই নদী খাল বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সারা দেশ গরমে উত্তপ্ত হয়ে পড়েছে। ৪১ ডিগ্রি তাপমাত্রা মনে হচ্ছে ৪৩ বা ৪৪ ডিগ্রি তাপমাত্রা। এরকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনও পড়েনি। সাহারা মরুভূমির গরমের মত অনুভূতি হচ্ছে।
রিজভী বলেন, যেদেশে এত গাছপালা এত নদী খাল সেই দেশে এরকম গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, নদী ভরাট করার নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।