বেনাপোলে বাসচাপায় শ্রমিক নিহত
বেনাপোলে বাস চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (১ মে) সকাল ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দীঘিরপাড় নামক স্থানে রজনী ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত তথ্য নিশ্চিত করে জানান, নিহত গোলাম মোস্তফা (৪৭) জেলার শার্শা উপজেলার তাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। আহত আনিসুর একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। তারা দুজনই ধান কাটার কাজ করতেন।
পুলিশ জানায়, আজ সকালে তারা দুজন ধান কাটার কাজের সন্ধানে বাইসাইকেল চালিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দীঘিরপাড় রজনী ক্লিনিকের সামনে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গী আনিসুর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
ওসি সুমন ভক্ত জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মহসিন মিলন, বেনাপোল