ভৈরবে মশার কয়েল তৈরির কারখানায় আগুন
কিশোরগঞ্জের ভৈরবে একটি মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ মে) ভোর ৫টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকার মেসার্স রূহান এণ্ড রাতুল কেমিকেল ওয়ার্কস নামক কারখানায় এ আগুন লাগে।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. মুসা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে আমরা আগুনের খবর পাই। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
কারখানার ডায়ার মেশিনের অতিরিক্ত তাপে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তৈরি কয়েলসহ কারখানার বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে, কারখানাটির মালিক আশরাফুল আলম রুজেনের দাবি, আগুনের এ ঘটনায় তার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।