ফ্ল্যাটের জাল দলিলে বিপুল ব্যাংক ঋণ, গ্রেপ্তার ১০
ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল শুক্রবার (৩ মে) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডির জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, চক্রটি ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক ঋণ নিয়ে তা আত্মসাৎ করে। এমন অভিযোগ পেয়ে চক্রটির অফিসসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় সিআইডি। এ সময় মূলহোতা এবং তার অফিসের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ১০ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।