তিন অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার
মামলা থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে তিন ধাপে পুলিশের ২৬ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন।
গ্রেপ্তার তিন কর্মকর্তা হলেন—অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা ও অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম। তিনজনই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের আদেশ দেয়। গ্রেপ্তার তিনজন ছাড়া ওই তালিকায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।