শহীদ পরিবারের জমি দখল, বাড়িঘরে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের নিকলীতে সম্পত্তি জবরদখল, বাড়িঘর ভেঙে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি শহীদ পরিবার। প্রতিপক্ষ তাদের হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছে পরিবারটি। আজ সোমবার (৬ মে) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা আবু জাফর খানের ছেলে সিরাজুল ইসলাম খান।
অভিযোগে বলা হয়, জেলার নিকলীর কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে তাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হওয়ার পর থেকে এসব সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছিল তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। এসব নিয়ে এলাকায় অনেক দরবার-শালিস হয়। প্রতিটি শালিসে রায় যায় শহীদ পরিবারের পক্ষে। কিন্তু শালিসের রায় প্রতিপক্ষ মেনে নেয়নি। এ অবস্থায় শহীদ পরিবারের লোকজন গত ২৪ ও ২৫ এপ্রিল গ্রামে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদের জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করে। কিন্তু নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যে ২৬ এপ্রিল ওই ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ঘরের আসবাবপত্র লুটে নিয়ে যায় তারা। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা নেয়নি পুলিশ। পরে জেলা আদালতে একটি মামলা করেন শহীদ আবু জাফর খানের ছেলে যুবরাজ খান। আদালত অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে শহীদ আবু জাফর খানের মেয়ে শামছুন্নাহার খানম, আনোয়ারা খানম, রেখা খানম, শাহানা খানম, দুই ছেলে সিরাজুল ইসলাম খান জিটেন ও যুবরাজ খান উপস্থিত ছিলেন।