জনগণের প্রয়োজনেই ফিরে আসা : তেজগাঁও থানার ওসি মহসীন
সেনা পাহারায় রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) তেজগাঁও থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘প্রথমে আমি স্মরণ করি, বিগত দিনে আমরা একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। এখন আমার হৃদয় ভারাক্রান্ত। পুলিশে আমি আজ ২৩ বছর। একসঙ্গে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল এখন সে নেই।’
ওসি মহসীন বলেন, ‘আসলে আমার পুরো পুলিশ সদস্য পরিবার, সত্যিকারভাবে আমরা ট্রমাটাইজড। তার মধ্যেই আমরা জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা আমরা অনেক সময় জনগণকে বোঝাতে পারি না। আজকেও ফিরে আসা জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করেছে, পুলিশ না থাকলে কী হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা।’
ওসি মহসীন বলেন, ‘আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে। সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁও এলাকায় বিগত দিনগুলোতে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও-পোড়াও হচ্ছিল, তারা একেবারে স্বর্গীয় দূত হিসেবে থানার গেটে দাঁড়িয়ে আমাদের রক্ষা করেছেন। তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যেহেতু স্বল্প পরিসরের, সব সময় কমান্ডে কাজ করি। একটা চেইন অব কমান্ড কাজ করে। আমরা এর আগেও যা করেছি, অর্ডারে করেছি, আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে এসেছি। এখনও আমার অনেক সহকর্মী কান্না করছে, আসতে পারছে না। আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি, এই কথাটা তাদের বোঝানোর চেষ্টা করছি। তাদের মোটিভেটেড করে সত্যিকারে মানুষের প্রয়োজনেই আমরা আবার চলে এসেছি।’
তেজগাঁও থানার ওসি বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব। জনগণকে বলব, আমাদেরকে আস্থায় নেওয়ার জন্য। অনেক সময় আমরা আমাদের মেসেজটা বোঝাতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু, আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা অস্বীকার করবো না যে, আমাদের ভুল বা ব্যর্থতার জন্য আজকের এই অবস্থা। এগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারে মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে, আমি আমার সহকর্মীদের নিয়ে এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব।’