ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড মিল
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্র্রদূত হয়ে আসছেন ডেভিড স্লেটন মিল। তিনি বর্তমান রাষ্ট্র্রদূত পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন। বর্তমানে ডেভিড স্লেটন মিল বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৯ মে) প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে নিযুক্ত করেন।
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক ডেভিড স্লেটন মিলের মনোনয়ন ইতোমধ্যে সিনেটে পাঠানো হয়েছে। সিনেটের শুনানিতে মিলের মনোনয়ন চূড়ান্ত হলে তাকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানো হবে।