গাজীপুরে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা
গাজীপুরে একটি নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রসের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১২ মে) দুপুরে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
শরিফুল ইসলাম জানান, জেলা এনআইএসের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসন থানাধীন ইটাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে আব্দুর রশিদ ছাপড়া মসজিদের গলিতে নকল শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাণসহ বিভিন্ন কোম্পানির লোগো সংবলিত নকল জুস, চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল জব্দ করা হয়। অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি। এ চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে নকল শিশুখাদ্যসহ অন্যান্য পণ্য উৎপাদন করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারখানাটিকে সাময়িকভাবে সিলগালা করে দিয়েছে।
এ ছাড়া একই এলাকায় ‘রসের মিষ্টি’ নামক একটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ ও মূল্যবিহীন কেক পাওয়ার অভিযোগে ওই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।