‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত ১০ মা
বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা পেয়েছেন ১০ মা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ১০ মায়ের হাতে সম্মাননা তুলে দেন। গতকাল রোববার (১২মে) মা দিবসে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সারাদেশ থেকে ১০ জন গরবিনী মাকে এ সম্মাননা জানানো হয়েছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফডিসিসি আই-এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহম্মেদ, নন্দিত চলচিত্র অভিনেতা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মা কে এ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- আইন ও বিচারে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, আইন ও শৃঙ্খলায় প্রণয় কুমার জোয়ারদারের (পুলিশ সুপার) মা সুরুচি জোয়ারদার, চিকিৎসায় অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, গণমাধ্যমে জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, অভিনয়ে (পুরুষ) শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, প্রশাসনে হায়াত-উদ-দৌলা খাঁনের মা সাজেদা খাতুন, শিক্ষায় ড. সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, প্রকৌশলে প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মা হোসনে আরা, সংগীতে তাহসান রহমান খানের মা প্রফেসর ড. ডেজ এন তাহমিদা বেগম ও অভিনয়ে (নারী) মেহজাবীন চৌধুরীর মা গাজাল চৌধুরী।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘সন্তানকে সুশিক্ষায় গড়ায় নিপুণ কারিগর মা। শুধু এই দিনই না, প্রতিদিনই হয় যেন মায়েদের জন্য অনুষ্ঠানের।’
অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কোনো সংজ্ঞা বা দিবস দিয়ে মায়ের ভালোবাসার গভীরতাকে মাপা যায় না। মহিয়সী মায়েদের শ্রদ্ধা জানাতে এই ছোট প্রয়াস।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান বলেন, ‘মায়েরা সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করেন শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। মায়েদের কোনো ছুটি নেই, নেই কোনো পারিশ্রমিক। আমি আমার মায়ের প্রতি দায়িত্বশীল। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সব সন্তানদের বলি তারা যেন তাদের মায়ের প্রতি দায়িত্ববান থাকে।’
শেখ হাফিজুর রহমানের গরবিনী মা সাহারা রহমান বলেন, এই প্রাপ্তি সন্তানের ভালোবাসার।