কনডেম সেল কী, যা হয় সেখানে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখার জন্য কারাগারে তৈরি করা হয় ছোট একটি নির্জন প্রকোষ্ঠ, যা অন্যান্য হাজতিদের কক্ষের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই বিশেষ প্রকোষ্ঠটিকে ‘কনডেম সেল’ বলা হয়।
কনডেম সেল অন্ধকার এক কারা প্রকোষ্ঠ। জেলের ভেতরেই যেন আরেক জেল। গা ছমছম করে ওঠা এ এক অন্য রকম সেল। কেউ কেউ মনে করেন, কনডেম সেল মানে সেই কক্ষ, যেখানে পৃথিবীর আলো বাতাস কিছুই প্রবেশ করে না। আসামিরা ঠিকমতো হাত পা নাড়াচড়াও করতে পারে না।
কারাবিধি অবশ্য বলছে, একজন আসামির থাকার জন্য ন্যূনতম ৩৬ বর্গফুট অথাৎ ৬ ফিট বাই ৬ ফিট জায়গা বরাদ্দ থাকতে হবে। কনডেম সেল সাধারণত ১০ ফুট বাই ৬ ফুট আয়তনের হয়ে থাকে। ছোট এই কক্ষের ভিতরেই চলে খাওয়া ও টয়লেটের কাজ। থাকে সার্বক্ষণিক পাহারা। কনডেম সেলের ভেতরে আলো-বাতাস চলাচলের জন্য থাকে ছোট একটি জানালা। একটি কনডেম সেলে দুজন থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, তাই একটি সেলে এক কিংবা তিনজন বন্দি রাখা হয়। কারণ তিনজন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। যদি উচ্চ আদালতে আসামির ফাঁসির রায় বহালই থাকে, তবে কনডেম সেলে থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হয় বন্দিকে।