সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবেশের ওপর বিরুপ প্রভাব মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এজন্য কার্বন অর্থায়নের জন্য আমাদের নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিতে হবে।
অর্থ প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ অডিটোরিয়ামে অ্যাপ্লিকেশন অব কার্বন ফিন্যান্সিং : চ্যালেঞ্জ অ্যান্ড পলিসি অপশন ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কার্বন ফিন্যান্সিংয়ে যেসব অর্থায়ন করে তা মূলত নবায়নযোগ্য জ্বালানিতে বেশি করে। তবে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি কার্বন ক্রেডিট বাড়াতে অন্যান্য খাত চিহ্নিত করে সেখানেও বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। দেশের সামগ্রিক কার্বন ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্য নিয়ে, সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পও কার্ডন ক্রেডিট অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরএমজি খাতের মতোই সবুজ বনায়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই কৃষি ব্যবস্থাপনা কার্বন ক্রেডিট অর্জনের উৎস হতে পারে।