শক্তভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাকার দাম কমিয়ে হঠাৎ করে এক লাফে ডলারের দাম বাড়ান হলো সাত টাকা। পরদিনই নিত্যপণ্যের বাজারে আগুন লেগে যায়। আমদানি করা পণ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে থাকে দেশে উৎপাদিত পণ্যের দামও। নাভিশ্বাস চলছে ভোক্তাদের জীবনে। এমন পরিস্থিতিতে শক্তভাবে বাজারদর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান।
সচিব বলেন, বাজারে বিভিন্ন কারণ দেখিয়ে দোকানদাররা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ মানুষের বেশ অসুবিধা হচ্ছে। এ বিষয়টি প্রধানমন্ত্রী বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলো শক্তভাবে বাজার মনিটরিং করতে বলেছেন।
সম্প্রতি সরকার টাকার অবমূল্যায়ন করে ডলারের দাম এক ধাক্কায় সাত টাকা বাড়িয়ে দিয়েছে। এর প্রভাব বাজারে পড়েছে। ডলারের দাম না কমিয়ে বাজার মনিটরিং করলে এর কোনো সুফল আসবে কি না? একজন সাংবাদিকের এমন একটি প্রশ্ন ছিল মন্ত্রিপরিষদ সচিবের কাছে। জবাবে সচিব বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয় কিংবা বাণিজ্য মন্ত্রণালয় বেশ ভালো বলতে পারবে। আমার পক্ষে এটি বলা সম্ভব নয়। আমি শুধু মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি।