যশোরে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
যশোরের হামিদপুরে ইজিবাইকচালক মফিজুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২০ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
পাঁচ আসামির মধ্যে তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন সদর উপজেলার হামিদপুর বিশ্বাসপাড়ার ইকতিয়ার বিশ্বাস ও কাজল এবং মান্দারতলা গ্রামের খোরশেদ আলম। পলাতক দুই আসামি হলেন সদর উপজেলার ধানঘাটা গ্রামের গোপাল ঘোষ ও চানপাড়া গ্রামের এনামুল। যশোরের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে মফিজুর রহমান তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। ২৪ জুন হামিদুপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এ ব্যাপারে নিহত মফিজুর রহমানের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
সেই মামলায় এই পাঁচ আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।