আনারের খুনিরা প্রায় চিহ্নিত, তবে মরদেহ উদ্ধার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কারা খুন করেছে সেটা প্রায় নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে দুই দেশের গোয়েন্দারা কাজ করছে। পুরো তথ্য পাওয়ার পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তবে এখনো আনারের মরদেহ উদ্ধার করা যায়নি।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা চিহ্নত হয়েছে। এখন শুধু ঘোষণাটা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত সংসদ সদস্যের মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি।