ভারত থেকে এলো ১০ মেট্রিক টন কাঁচামরিচ
বাজারে দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
সরকারের অনুমতি না থাকায় দীর্ঘ ছয় মাস ধরে এই বন্দর দিয়ে দেশে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। এদিকে আমদানি শুরু হওয়ায় দাম কমবে বলে আশা আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আশা বাণ্যিজালয়ের প্রতিনিধি মাহাবুব হোসেন জানান, দেশে কয়েক ধরে কাঁচামরিচের দাম বেড়ে চলেছে। ফলে কোথাও কোথাও প্রতি কেজি কাঁচামরিচ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১২০-২০০ টাকার উপরে। তাও আবার সংকট রয়েছে। ভালো মানের পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনের খামারবাড়িতে কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে আবেদন করা হয়। সেখান থেকে অনুমতি দেওয়ায় আজ বিকেলে ভারত থেকে একটি ট্রাকে ১০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
মাহাবুব হোসেন আরও জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে সব খরচ মিলে ৬৫ টাকার মতো পড়েছে। মরিচের অবস্থা ভালো হওয়ায় তেমন নষ্ট হবে না। বন্দরের মোকাম থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করা হবে। এ ছাড়া কিছু কাঁচামরিচ ঢাকায় পাঠানো হবে। ভারতীয় কাঁচামরিচ বাজারে সরবরাহ করা হলে দাম কমে আসবে বলে তিনি মনে করেন।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ী শেখ মঈনুল ইসলাম জানান, ২০-২৫ দিন ধরে কাঁচামরিচের দামে উঠা-নামা করছে। গত ২দিন আগে প্রতি কেজি ১২০-১৩০ টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার আমরা বাইরে থেকে পাইকারি ৮০ টাকায় কিনে এনে ১০০ টাকা কেজিতে বিক্রি করছি। ভারতের কাঁচামরিচ বাজারে এলে দাম কমবে।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেব মল্লিক জানান, আজ বিকেল ৫টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ মেট্রিক টন কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক বন্দরের ওয়্যারহাউজে প্রবেশ করেছে। কাস্টমসের শুল্ককর পরিশোধ সাপেক্ষে তা দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রমে সহযোগিতা করা হবে।