আড্ডায় তর্কাতর্কি, ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে একটি বাসায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মো. রনি মিয়া (২৮) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মো. রফিক (৩১) নামের অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৪ মে) দিনগত রাত আড়াইটার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আর ভোররাত চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।
নিহতের ভাগনে জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘আমার মামা পাঠাওয়ে মোটরসাইকেল চালান। আমাদের বাসায় মোরশেদ মিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতেন। রাতে মামা ও আরও তিনজন ওই ভাড়াটিয়াসহ রুমে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মামাকে কুপিয়ে জখম করেন মোরশেদ। মোরশেদ এখন পলাতক।’