মতিঝিলে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
মতিঝিলে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রিপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিপন লালবাগের ১৩১ শেখ সাহেব বাজারের বাসিন্দা ও মৃত মো. হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, ছাদ থেকে পড়ে গেলে বিকাল ৪টার দিকে গুরুতর আহত রিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত যুবকের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।