গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা।
গতকাল শনিবার (২৫ মে) দিনগত রাত আড়াইটার দিকে শহরের মোহাম্মদপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। রাত আড়াইটার দিকে টিনশেড মার্কেটটির মুরগি বিক্রেতা ফারুক হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনএসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি টিভি-ফ্রিজ-এসি সার্ভিসিং সেন্টার, একটি সেলুন, তিনটি চায়ের দোকান ও একটি মুরগি বিক্রির দোকান।