বৈরী আবহাওয়ায় বন্ধ মেট্রোরেল
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান আজ সোমবার (২৭ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
মেট্রো চলাচল বন্ধ থাকায় উত্তরা থেকে মতিঝিলগামী যাত্রীরা বিড়ম্বনার শিকার হন। কারণ অনেকেই মেট্রোর উপর নির্ভর করে অফিসের নির্ধারিত সময়ে প্রবেশ করেন। কিন্তু মেট্রো চলাচল না করায় বিকল্প পথে আসতে গিয়ে তাদের বিড়ম্বনার শিকার হতে হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রায় দেড় ঘণ্টা পর চলাচল শুরু হয়। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। তার কিছুক্ষণ পরে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাসে গাছ পড়ে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ। রোববার (২৬ মে) রাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
অপরদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের তিন জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত সাতক্ষীরা, ভোলা ও পটুয়াখালী জেলায় তাদের মৃত্যু হয়।