ছিনতাইয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীর মাথা থেঁতলে দিল দুর্বৃত্তরা
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর উপর হামলা করে মাথা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীর নাম মো. নবী হোসেন। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লডছেন। আজ রোববার (২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমশা মাইজপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
আহত নবী হোসেন ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে এবং স্থানীয় মুদির দোকানদার।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে কেরানিহাট মেহফিল নামক একটি হোটেলের সামনে থেকে আয়াত উল্যাহ ও কায়েস নামের দুই নির্মাণ শ্রমিককে নুরুল ইসলাম মিয়া ও মো. শাকিলের নেতৃত্বে ৪-৫ যুবক ধরে একটি ভবনের তৃতীয় তলায় নির্জন স্থানে তোলেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ও দুটি হাত ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের বিষয়টি আয়াত তাদের ঘনিষ্ঠজনদের জানালে রোববার সকালে কেরানীহাটের পশ্চিমে মাইজপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী নবী হোসেনসহ কয়েক মিলে ঘটনায় জড়িতদের বাড়িতে গিয়ে ছিনতাই করা মোবাইলফোন ও হাত ঘড়ি ফেরত দিতে বলেন। এসময় নবী হোসেন যুবকদের ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাইজপাড়া এলাকায় রোববার দুপুরে ব্যবসায়ী নবী হোসেনের উপর হামলা চালান। এতে মাথা ফেটে নবী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
সাতকানিয়া থানার এসআই মামুন সাংবাদিকদের বলেন, নির্মাণ শ্রমিককের মোবাইলফোন ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীর হাতে যুবক আহত হওয়ার খবর জানি না।