রাজধানীতে চাঁদা তোলার অভিযোগে আটক ৭
আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণ থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় চক্রের মূলহোতা রিপনসহ সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (৪ জুন) রাতে রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১০।
আজ বুধবার (৫ জুন) র্যাব-১০ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন—মো. রিপন (৩৯), মো. নূর আমিন ওরফে রাসেল (২৫), মো. জাহিদ (২৭), মো. দুলাল (২২), মো. রবিউল ইসলাম (২২), মো. নিরব হোসেন (২০), মো. সাগর (১৯)। তাদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া চার হাজার ৫২০ টাকা ও সাতটি লাঠি উদ্ধার করা হয়।
এএসপি এম জে সোহেল বলেন, মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোতয়ালি থানার বাবুবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে চক্রের মূলহোতাসহ সাতজনকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।