মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে : র্যাব
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১২ জুলাই) র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত বুধবার (৯ জুলাই) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ীকে ইট ও পাথর দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব আরও জানায়, আমরা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি হয়, সেজন্য আমরা চেষ্টা করবো। এই হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই অভিযান এখনো চলমান আছে। বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযানে সম্পৃক্ত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে, আমরাও আমাদের অভিযান চালিয়ে যাবো।

এনটিভি অনলাইন ডেস্ক