পুলিশের সামর্থ্য বেড়েছে, মনোবল শক্ত হয়েছে : আইজিপি
বর্তমান সরকারের আমলে পুলিশের সামর্থ্য বেড়েছে, মনোবল শক্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ সোমবার (১০ জুন) সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আইজিপি বলেন, ‘সোর্স নির্ভরতা কাটিয়ে অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিজস্ব সক্ষমতা বেড়েছে।’
সাবেক আইজিপি ড. বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুলিশ বাহিনীতে কোনো প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্তে যা হয় হবে। তবে পুলিশের মনোবল অক্ষুণ্ণ আছে। আমরা সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট আছি।’
আইজিপি বলেন, ‘পুলিশের লোকবল ও লজিস্টিক সাপোর্ট বেড়েছে। সন্ত্রাস জঙ্গিবাদ দমনের পাশপাশি ক্লু লেস ঘটনাও আমরা দ্রুত উদঘাটন করতে সক্ষম হচ্ছি। আমাদের বিভিন্ন উইং দক্ষতার সঙ্গে কাজ করছে এবং আমরা জনগণের প্রত্যাশার কাছাকাছি পৌঁছাতে পারছি।’
পুলিশ অফিসার্স মেস উসদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অ্যান্টিটেরোরিজম ইউনিটের ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান এবং সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।